প্রেমাম (Premam) একটি ভারতীয় মালায়ালাম সিনেমা। ২০১৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই প্রেমাম সিনেমা। মুক্তির পর বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর তেলগু ভাষায় প্রেক্ষাগৃহে আসে ২০১৬ সালে। পরবর্তীতে হিন্দিসহ বাংলাতেও আসে মুভিটি।
কাহিনী সংক্ষেপ:
মুভির শুরুতে দেখা যায় বিক্রম নামের একটি ছেলে বারবার চিঠি লিখছে। চিঠি না বলে প্রেমপত্র বলা ভালো। সে সময় বর্তমানের ফেজবুক বা হোয়াট্সঅ্যাপ ছিলনা। তাই চিঠিই একমাত্র মাধ্যম। কিন্তু বিক্রম কিছুতেই মনের কথাগুলো সাজিয়ে লিখতে পারছেনা। কখনো ছন্দ মেলেনা আবার কখনো বানান ভূল। যাইহোক, শেষ পর্যন্ত একটা চিঠি লিখেছে কোনোমতে।
পরের দিন বিক্রমের বন্ধুরা রাস্তায় অপেক্ষা করছে মেয়েটির জন্য। সময়মতো এসেওছে। কিন্তু বিক্রম এখনো চিঠি নিয়ে আসেনি। মিনিট পাঁচেক পরে বিক্রম এসে জানতে পারে মেয়েটি চলে গেছে। তাই দ্রুত সাইকেল চালিয়ে মেয়েটিকে ধরে।
কিন্তু কোনোভাবেই সাহস করে কাছে আসতে পারছেনা। পিছন থেকে এটা সেটা অনেক কিছু ভাবছে। এভাবে ভাবতে ভাবতেই মেয়েটি চলে যায়। চিঠি আর দিতে পারেনা।
এদিকে মেয়েটি বুঝতো বিক্রমের মনে লাড্ডু ফুটছে। তাই মনে মনে সেও বেশ মজা পেত। একসময় ভালো বাসতে শুরু করে মেয়েটি। একসময় তাদের মধ্যে ভাবের আদান প্রদান শুরু হয়। মূলত এর পর থেকেই শুরু হয় সিনেমার আসল কাহিনী।
প্রেমাম মুভি ডাউনলোড লিংক
Premam Movie Download Link
File Size: 1.4 GB
Duration: 2:08:25 hours

১ম লিংক থেকে ডাউনলোড না হলে ২য় লিংক থেকে করবেন। যদি ২য় লিংক থেকে না হয় তবে ৩য় লিংক থেকে ডাউনলোড করবেন।
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।