ফতেহ একটি ২০২৫ সালের ভারতীয় হিন্দি অ্যাকশন থ্রিলার সিনেমা। ১০ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমায় সোনু সুদ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, জ্যাকুলিন ফার্নান্দেজ, বিজয় রাজ এবং দিব্যেন্দু ভট্টাচার্য।
সিনেমার কাহিনি
ফতে সিংহ, একজন প্রাক্তন বিশেষ অপারেশনস অফিসার। বর্তমানে পাঞ্জাবের একটি ডেইরি খামারের তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করেন। জীবণের বাকি সময় এভাবেই শান্তিপূর্ণ জীবন যাপন করতে চান।
গ্রামের এক মেয়ে সাইবার অপরাধ চক্রের শিকার হয়। তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছেনা। মেয়েটির পরিবারে শোকের ছায়া নেমে আসে। তাই ফতেহ সিংহ আর চুপ থাকতে পারলেননা। নিখোঁজ মেয়েটিকে ফিরিয়ে আনার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হলেন। এজন্য তার পরিচিত হ্যাকার খুশি শর্মার সঙ্গে জোট বাধেন। তারা দুইজন মিলে অনেক পরিশ্রম করে অপরাধিদের সনাক্ত করে খুশি নামের মেয়েটিকে উদ্ধার করেন। এরপর সাইবার অপরাধিদের মূল হোতাকে আটক করেন এবং তাদের গবেষণার সবকিছু ধ্বংস করেন।
ফতেহ হিন্দি মুভি ডাউনলোড লিংক
Fateh Hindi Movie Download Link
File Size: 990.7 MB
Duration: 2:04:23 hours

১ম লিংক থেকে ডাউনলোড না হলে ২য় লিংক থেকে করবেন। যদি ২য় লিংক থেকে না হয় তবে ৩য় লিংক থেকে ডাউনলোড করবেন।
——————
ফতেহ মুভি অনলাইনে দেখতে Play Now বাটন প্রেস করুন
আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।