তোমাদের গল্প নাটক – Tomader Golpo Natok | Trending Eid Natok (2025)

তোমাদের গল্প নাটক

ঈদের দিন সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে তোমাদের গল্প নাটক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মুক্তি প্রাপ্ত নাটকগুলোর মধ্যে এটি ট্রেন্ডিংয়ে ২য় অবস্থানে আছে। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং তানজিম সায়ারা তোতিনি।

কাহিনী সংক্ষেপ:

একজন বয়স্ক নারীর আসফালোন দিয়ে শুরু হয় নাটক। তার তিনটি ছেলে ছিল। এক ছেলে প্রেম করে পালিয়ে বিয়ে করে ঢাকায় চলে যায়। পরিবার থেকে তাকে আর কেউ মেনে নেইনি। অন্য দুই ছেলে বাড়িতেই থাকেন। তাই এবার ঈদে সকল নাতি নাতনীদের নিয়ে ঈদ করতে চান দাদী। এজন্য পালিয়ে যাওয়া ছেলের বাড়িতেও ফোন করেছেন। কারণ সেখানে আরেকটি নাতি আছে, যার নাম রাতুল

রাতুল কোনোভাবেই গ্রামে আসতে রাজি হয়না। কারণ তার বাবা-মাকে কেউ মেনে নেয়নি। কোনোদিন তাদের কোনো খোঁজ নেয়না কেউ। আবার এখন তাকে ডেকেছে অথচ তার মাকে একবারো আসতে বলেনি। কিন্তু রাতুলের মা জোড় করে গ্রামে পাঠায়। ইচ্ছা না থাকা সত্ত্বেও রাতুল এসে হাজির হয় গ্রামের বাড়িতে।

রাতুলের ছোট চাচি রাতুলের আগমনকে ভালোভাবে মেনে নেয়নি। নানারকম অপমানজনক কথা শোনায় রাতুলকে। অন্যদিকে বড় চাচা বেশ ভালো মানুষ। পুরো পরিবারের সবাই রাতুলকে ভালোভাবে কাছে টেনে নিলেও ছোট চাচা-চাচি মেনে নিতে পাড়ছেনা। অন্যদিকে ছোট চাচির মেয়ে রাতুলকে বেশ পছন্দ করে বসেছে।

কি হতে চলেছে এই নাটকে তা খুব সহজে অনুমান করা সম্ভব হবেনা। তাছাড়া নাটকরে গল্প অনেক লম্বা। পুরো দের ঘন্টার এই নাটকটি নিচে দেওয়া হয়েছে। আশাকরি সবার কাছে অনেক ভালো লাগবে।

Tomader Golpo Natok Watch Online

Video Quality: Full HD (Youtube)
Runtime: 01:32:09 Hours


আপনি কি নতুন নতুন মুভির আপডেট সবার আগে পেতে চান? তাহলে আমাদের ফেজবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। এই গ্রুপে এখন থেকে সকল নতুন মুভির ডাউনলোড লিংক পাবেন।

Scroll to Top